মরা গরুর মাংস বিক্রির দায়ে গত ২১শে আগষ্ট রবিবার সাতদরগা বাজারের প্রকাশ্যে গোস্ত বিক্রি করতে থাকে। লোকজনের সন্দেহ হলে মাংস বিক্রেতা কশাইয়ের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতক্ষ্যদর্শী কয়েকজন যুবক চ্যালেঞ্জ করে। পরক্ষনে শতশত লোকজন ইউনিয়ন পরিষদে জানাজানি হলে গোস্তগুলো কশাই এর দোকান থেকে জব্দ করার পর তরিঘরি করে মাটি খুরে পুতে রাখে। কশাইয়ের জরিমানা করা হয়েছে মরা গরুর মাংস বিক্রির দায়ে।
সাতদরগা বাজারে মরা গরুর মাংস দীর্ঘদিন ধরে বিক্রি করছে এক শ্রেণীর অসাদু কশাইরা। মাংস বিক্রি করার পূর্বে এবং জবাই করার পূর্বে সরকারিভাবে নিয়মনীতি থাকলেও করা হয়না রহস্যজনক করানে। সস্তার দুরঅবস্থা এই হলো আমাদের এলাকার পরিস্থিতি। কেউ বিক্রি করে ৪ শত ২০ টাকা কেজি আবার কেহ বিক্রি করে সন্ধার ৩ শত ২০ টাকা। রক্ষকই ভক্ষক যার ফলে কশাইয়ের মধ্যে গরুর মাংস বিক্রি শুধু ভেজাল নয়। সর্বক্ষেত্রেই দূর্ণিতি ছেয়ে গেছে। অর্থই হল অনার্থের মুল। যার ১ লক্ষ টাকা আছে সে ব্যক্তি চিন্তা করে আগামী দিনে আমার সংসারে ৫ লাখ টাকা তবিল করা যায়। সাতদরগার প্রবীন কশাই ম্জঃ রশঃ সহ আরো অনেকে দীর্ঘদিনধরে মরা গরুর মাংস বাহিরে জবাই করে ফ্রিজে জমা রেখে দিব্যি বিক্রি করছেন। আর এ মাংসগুলো খাচ্ছেন অনেক নেতা এবং সাধারন জনগন। আগামী সংখ্যায় ঐ ৩ জন সাতদরগার কশাইয়ের পূর্ণাঙ্গ নাম ঠিকানা লিখে দৈনিক পরিবেশে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। মরা গরুর মাংস বিক্রি হচ্ছে সাতদরগা বাজারে এ বিষয়ে পীরগাছা উপজেলার বড় বড় গডফাদাররা অবগত। কে দূর্ণিতি করে না। এ ধরনের ব্যাক্তি আমাদের উপজেলা কতজন ভাগ্যবান ব্যাক্তি রয়েছে।
রিপোর্টারঃ তোজাম্মেল হক মুন্সি
সাতদরগা বাজারে মরা গরুর মাংস দীর্ঘদিন ধরে বিক্রি করছে এক শ্রেণীর অসাদু কশাইরা। মাংস বিক্রি করার পূর্বে এবং জবাই করার পূর্বে সরকারিভাবে নিয়মনীতি থাকলেও করা হয়না রহস্যজনক করানে। সস্তার দুরঅবস্থা এই হলো আমাদের এলাকার পরিস্থিতি। কেউ বিক্রি করে ৪ শত ২০ টাকা কেজি আবার কেহ বিক্রি করে সন্ধার ৩ শত ২০ টাকা। রক্ষকই ভক্ষক যার ফলে কশাইয়ের মধ্যে গরুর মাংস বিক্রি শুধু ভেজাল নয়। সর্বক্ষেত্রেই দূর্ণিতি ছেয়ে গেছে। অর্থই হল অনার্থের মুল। যার ১ লক্ষ টাকা আছে সে ব্যক্তি চিন্তা করে আগামী দিনে আমার সংসারে ৫ লাখ টাকা তবিল করা যায়। সাতদরগার প্রবীন কশাই ম্জঃ রশঃ সহ আরো অনেকে দীর্ঘদিনধরে মরা গরুর মাংস বাহিরে জবাই করে ফ্রিজে জমা রেখে দিব্যি বিক্রি করছেন। আর এ মাংসগুলো খাচ্ছেন অনেক নেতা এবং সাধারন জনগন। আগামী সংখ্যায় ঐ ৩ জন সাতদরগার কশাইয়ের পূর্ণাঙ্গ নাম ঠিকানা লিখে দৈনিক পরিবেশে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। মরা গরুর মাংস বিক্রি হচ্ছে সাতদরগা বাজারে এ বিষয়ে পীরগাছা উপজেলার বড় বড় গডফাদাররা অবগত। কে দূর্ণিতি করে না। এ ধরনের ব্যাক্তি আমাদের উপজেলা কতজন ভাগ্যবান ব্যাক্তি রয়েছে।
রিপোর্টারঃ তোজাম্মেল হক মুন্সি
