০৮ অক্টোবর ২০১৫

পীরগাছার কালিগঞ্জে ৩৫ বৎসর পূর্বের কবরের কফিন অক্ষত


একটি অবিশ্বাস্য ঘটনা। ৩৫ বৎসর পর কবরের কফিন অক্ষত রয়েছে। পীরগাছার কালিগঞ্জ হারিয়ার পাড়া নামক গ্রামে তবারক আলী মেম্বারের পুকুরের পারে ৩৫ বৎসর পূর্বে তমিজন নেছা নামের ৮০ বৎসরের এক বৃদ্ধাকে কবরস্থ করা হয়। যে কোন কারনে কবরটি ভেঙ্গে গেলে কবরে থাকা কাফনের সাদা কাপড় দেখতে পাওয়া যায়।

তবারক আলী মেম্বার জানান ১৯৭৯/৮০ সালে তার সম্পর্কের বোন তমিজন নেছার মৃত্যু হলে পুকুর পারেই দাফন করা হয়। আল্লাহর মহিমা বুঝা বড় দায়। ৩৫ বৎসর পূর্বে কাপড়ের কফিন সহ সমস্ত শরীরে গঠন অবিকল অবস্থায় রয়েছে বলে এলাকার ধর্মপ্রাণ মুসলমানগন একনজর দেখতে ভীর জমায়।

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ কন্ডাকটার শত শত মানুষের ন্যায় এই অবিশ্বস্য ঘটনা স্বচক্ষে দেখেন। আজ শনিবার ৩রা অক্টোবর উক্ত কফিনটি পুনরায় উত্তোলন করে জানাযার মাধ্যমে নতুনভাবে কবরস্থ করা হবে বলে জানা গেছে।

এখানে আপনার বিজ্ঞাপন দিতে ফেসবুকে যোগাযোগ করুন