২৮ অক্টোবর ২০১৫

রংপুরের মফিজ নামকরণের ইতিহাস


আমরা যারা রংপুরের বাসিন্দা তাদেরকে অনেকেই মফিজ বলে। এইতো বছরখানেক আগে জাতীয় সংসদে এরশাদমামু  দারিয়ে বলেছিলো মফিজ বলবেন না, মাফিজ বললে মনে ব্যাথা পাই। এরশাদ মামু যদি জানতো মফিজ নাম কেমন করে হয়েছে তাহলে সঙ্গে সঙ্গে বলে দিতো। যাই হোক এরশাদ মামু বলতে পারে নাই। এখন শুনুন মফিজ নাম কিভাবে হয়েছে।

আজ থকে প্রায় ৪০ বছরের আগে রংপুরের রৌ মাড়ি, চিলমারী, নাগেস্বরী, ভুরুঙ্গামারী, উলিপুর সহ বেশ কিছু এলাকায় খুব বড় আকারের বন্যা হয়েছিলো। সেই ভয়াবহ বন্যায় অধিকাংশ মানুষের বাড়ি-ঘর, জমি-জমা এমনকি সর্বশেষ সম্বলটুকুও ব্রক্ষপুত্র নদীতে হারিয়ে সর্বশান্ত হয়ে মানবতর জীবন যাপন করছিলো। এক পর্যায়ে সেখানকার মানুষ জীবন বাঁচার তাগিদে কাজের সন্ধানে ঢাকায় আসতে শুরু করে।

এজন্য তারা রংপুরের মর্ডান বাসষ্টানে এসে উপস্থিত হয়। সে সময়ে জানবাহন কম ছিলো কিন্তু দালাল ছিলো বেশি। বাসের দালালকে তো সবাই চেনেন। দালালরা যত বেশি যাত্রী বাসে উঠিয়ে দিতে পারবে ততো বেশী তাদের কমিশন। সেই সময়ে মর্ডানে একজন দালালের ছিলো নাম ছিলো মফিজ উদ্দিন যাকে সবাই মফিজ বলে ডাকতো। বন্যা কবলিত লোকদেরকে দেখে মফিজ মিয়া তাদের জিজ্ঞাস করলো, আপনারা সবাই কোথায় যাবেন? উত্তরে সেই মানুষগুলো তাদের ঢাকা যেতে চাওয়ার কারণ ও দুঃখের কষ্টের কথাগুলো মফিজ মিয়াকে বুঝিয়ে বললো।

তখন ঢাকা যাবার ভাড়া ছিলো ১০০ টাকা। মফিজ মিয়াকে সবাই অনুরোধ করে বললো যে, কি ভাবে তারা অল্প টাকায় ঢাকায় যেতে পারবে। তখন মফিজ মিয়া বললো, বাসের ছাদে গেলে তারা অর্ধেক ভাড়ায় অর্থাৎ ৫০ টাকায় যেতে পারবে। অতঃপর সবাই রাজি হয়ে যায় এবং বাসের ছাদে চরে ঢাকায় আসে। তখন থেকে শুরু হয় অর্ধেক ভাড়ায় বাসের ছাদে চরে ঢাকায় যাওয়া। আর এভাবেই উত্তর বঙ্গের মানুষ দারিদ্রতার কারণে অর্ধেক ভাড়ায় বাসের ছাদে চড়ে ঢাকায় আসার সুযোগ পায়। একসময় এটা স্বাভাবিক নিয়মে পরিণত হয়।

রাস্তায় কন্ডাকটাররা ভাড়া কালেকশনের সময় হেল্পারদের ছাদে পাঠিয়ে বলে, দেখতো মফিজের কতোজন লোক আছে? মানে মফিজ কতোজনকে বাসের ছাদে উঠিয়ে দিয়েছে। আর এ কথাটাই এক সময় কন্ডাকটাররা হেল্পারকে বলতে শুরু করে যে, দেখতো ছাদে মফিজ কতোজন আছে। এরপর থেকেই যারা বাসের ছাদে চড়ে ঢাকায় আসে তাদেরকে মফিজ বলা হয়। উত্তরবঙ্গের লোক গরিব। অর্ধেক ভাড়া দিয়ে বাসের ছাদে চড়ে ঢাকা যাওয়া আসা করে। এই দারিদ্রতার কারনেই তাদেরকে মফিজ বলা হয়। যদিও বর্তমানে উত্তরবঙ্গের লোকদের অনেক উন্নতি হয়েছে তবুও সেই আগের নামটি রয়েই গেছে ঢাকা শহরে।

বিপোর্টারঃ RS Mehedi Hassan

এখানে আপনার বিজ্ঞাপন দিতে ফেসবুকে যোগাযোগ করুন